মিরপুরে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, এতে একজন গুলিবিদ্ধ হয়

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ১৯, ০৭:২৬ অপরাহ্ন

অটোরিকশা বন্ধের প্রতিবাদে নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাজধানীর মিরপুরের কালশীতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় সংক্ষুব্ধ চালকরা ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে। 

রবিবার (১৯ মে) বিকাল সাড়ে চারটার দিকে ঘটে এই ঘটনা। তবে আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

এই বিষয়ে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসিম উদ্দিন বলেন, কেউ গুলিবিদ্ধ হওয়ার খবর এখনো জানি না। তবে আমি কালশীর দিকে যাচ্ছি। সেখানে গিয়ে ঘটনা জেনে পরে বিস্তারিত জানাবো।

এর আগে অটোরিকশা চালকরা এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া মিরপুর বেনারসি পল্লীর ৪ নম্বর সড়কে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে কয়েকট গাড়িও ভাঙচুর করে অটোরিকশা চালকরা। এ সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন। 

অন্যদিকে, দুপুর সোয়া একটার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়ক আটকে দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। এ সময় অনেকের হাতে লাঠি দেখা যায়। তারা গাড়ি ভাঙচুর করতেও উদ্যত হয়। তারা সড়কের মাঝখানে রশি টানিয়ে দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে সড়কে তারা গাড়ি আড়াআড়িভাবে রাখতে বাস চালকদের বাধ্য করেন। এতে ওই সড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। গন্তব্যে যেতে মানুষজনকে পায়ে হেঁটে রওনা দিতে দেখা যায়।

এর আগে, দুপুর ১টার দিকে মিরপুর-১০ এ অবস্থান নেওয়া আন্দোলনকারীদেরকে সড়ক থেকে ছত্রভঙ্গ করে সরিয়ে দেয় পুলিশ। সেখান থেকে তারা ছত্রভঙ্গ হওয়ার পর মিরপুর ১০ এ যান চলাচল স্বাভাবিক হলেও আন্দোলনকারীরা কালশীতে অবস্থান নেয়।

প্রসঙ্গত, অবৈধ বিদ্যুত ব্যবহার ঠেকাতে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি আদেশ দিয়েছেন বিদ্যুৎ চালিত অটোরিকশা বন্ধের। এই আদেশ বাস্তবায়ণে রাজধানীসহ সারাদেশে মাঠ পুলিশকেও নির্দেশনা দিয়েছেন আইজিপি। এরপরই বিভিন্ন স্থান থেকে অটোরিকশা জব্দ শুরু করে পুলিশ। এই ঘটনার পর অটোরিকশা চালকরা দাবি জানিয়ে আসছেন- বিকল্প ব্যবস্থা করে এই অটোরিকশা জব্দের।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework