জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আগামী ১৩ মার্চ বাংলাদেশ সফরে আসছেন। তিনি ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতিসংঘে বাংলাদেশস্থ স্থায়ী মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব এই সফরে আসছেন। ৭ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে মহাসচিবের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যু এবং অন্যান্য অগ্রাধিকার বিষয় নিয়ে আলোচনা করেন এবং মহাসচিবের হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেন।
এই সফরের সময় জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন