ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

জাতীয়

ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি মামলা প্রত্যাহার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২১, ০৪:৪২ অপরাহ্ন
#

আগামী ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল জানান, দেশের ২৫টি জেলায় এখন পর্যন্ত আড়াই হাজার হয়রানিমূলক মামলা চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, এসব মামলার মধ্যে প্রথম দফায় আগামী সাত দিনের মধ্যেই মামলাগুলো প্রত্যাহার করা হবে। পাশাপাশি, এ ধরনের আরও মামলা ফেব্রুয়ারির মধ্যে পুরোপুরি প্রত্যাহার করা হবে।

সাইবার সিকিউরিটি আইনের অধীনে মত প্রকাশের স্বাধীনতাসংক্রান্ত সব মামলা দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আইন উপদেষ্টা আরও বলেন, "৫ আগস্টের পর দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলোর কোনোটি সরকার করেনি। এসব মামলায় বস্তুনিষ্ঠতা না থাকলে পুলিশ কাউকে গ্রেফতার করবে না, এমন নির্দেশনা দেয়া হয়েছে। বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন। ভুক্তভোগীরা সঠিক বিচার পাবেন।"

এ সময় তিনি জানান, বিচারক নিয়োগে স্বচ্ছতা আনার জন্য একটি নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে। এর আওতায় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে, যা বিচারক নিয়োগের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করবে।

বিবাহের ওপর আরোপিত কর ইতোমধ্যেই বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

সাইবার সিকিউরিটি আইন সংস্কারের পরিকল্পনার কথা উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, "তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই আইনের সংস্কার নিয়ে কাজ করছে।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video