ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ আগস্ট ০৩, ১২:১৯ অপরাহ্ন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বন্দি ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহিম করোনায় আক্রান্ত হয়েছেন। আব্দুর রহিম এনএসআইর সাবেক ডিজি।সোমবার (০২ আগস্ট) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা আক্রান্ত আব্দুর রহিম বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।  

তিনি আরও জানান, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে গত সোমবার (২৬ জুলাই) আব্দুর রহিমের শরীর থেকে কারাগারেই করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। পরীক্ষায় আব্দুর রহিমের করোনা শনাক্ত হয়। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে ৩১ জুলাই তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে ওইদিনই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আব্দুর রহিমকে সেখান থেকে আবার সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।  

২০১৮ সাল থেকে আব্দুর রহিম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ রয়েছে। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ট্রাক অস্ত্র মামলাসহ দু’টি মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।  


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework