প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা পুনরায় নিয়োগের দাবিতে ১১তম দিনেও শাহবাগে অবস্থান নিয়ে আছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে তারা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।
আন্দোলনকারীদের অভিযোগ, তারা তিনটি ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষক চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। তবে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রিটের আদেশে তাদের নিয়োগ বাতিল করে দেয়।
এ পরিস্থিতিতে তারা পুনরায় নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান করছেন এবং চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন। গত সোম ও বৃহস্পতিবার তাদের অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এর পাশাপাশি পুলিশ আন্দোলন দমাতে তাদের ওপর লাঠিপেটাও করেছে।
মন্তব্য করুন