প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ মে ২৫, ১২:০৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদ হোসেন বলেন, রাজশাহীর নগরীর ভেড়িপাড়া মোড়ে চেকপোস্ট থেকে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি প্রাইভেট কারে করে আদালতে যাচ্ছিলেন।

সম্প্রতি পুঠিয়ায় বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’

এই বক্তব্যের পর রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়। এরপর থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেন।

এ ঘটনায় ঢাকার মার্কিন দূতাবাসও নিন্দা জানায়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework