ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

জাতীয়

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যকে রাজনীতিবিরোধী বললেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১২, ০৩:২৭ অপরাহ্ন
#

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলো সরকারের ব্যর্থতা প্রমাণের চেষ্টা সম্পর্কে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনীতিবিরোধী মন্তব্য হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারকে পূর্ণ সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলো এবং তাদের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়ার গতিশীলতার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন। বিএনপি সংস্কারের চাইতে নির্বাচনের গুরুত্ব দিচ্ছে এমন ধারণাকে পুরোপুরি ভুল বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি দুই বছর আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছিল এবং ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন আয়োজনের পক্ষে। তিনি বলেন, বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা সম্ভব নয়।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মির্জা ফখরুল বলেন, সমস্যাগুলোর সমাধান আলোচনা ও বৈঠকের মাধ্যমে হতে হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, আইনি জটিলতা নিরসন হলে তিনি দেশে ফিরবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video