ঢাকা , শুক্রবার, ২০২৫ আগস্ট ২৯, ১৩ ভাদ্র ১৪৩২
#

জাতীয়

ডিসেম্বরকে লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১১, ০৩:৪২ অপরাহ্ন
#

নির্বাচন কমিশন ডিসেম্বরকে লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জাতিসংঘের উন্নয়ন সহযোগী কর্মসূচি (ইউএনডিপি) এবং ১৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কমিশনের বৈঠক শেষে এই তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে আয়োজন সম্ভব নয়। যদি স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হয়, তাহলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কমিশনের অগ্রাধিকার জাতীয় নির্বাচন।

তিনি আরও জানান, নির্বাচন কবে হবে তা সরকারের সিদ্ধান্ত। কমিশন বর্তমানে সবচেয়ে কাছাকাছি সময় নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকটি বেলা ১১টায় রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন। ইউএনডিপি ভোটার তালিকা হালনাগাদে প্রযুক্তিগত সহায়তা ও সক্ষমতা বৃদ্ধি করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশি রাষ্ট্রদূতদের সাথে প্রস্তুতির বিষয়ে কমিশন জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video