জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ০৭, ০৪:১৮ অপরাহ্ন

চট্টগ্রামের ১০৫ জন ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (৭ ডিসেম্বর) নগরের প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় সারজিস আলম নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সহানুভূতির পাশাপাশি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা নতুনভাবে ফিরে আসার চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতাকে আবারও সড়কে নামতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি জুলাই আন্দোলনের নৃশংসতার বর্ণনা দিয়ে বলেন, যারা আজও এই আন্দোলনের জন্য সাফাই গায়, তারা শেখ হাসিনার পৃষ্ঠপোষকদের স্বার্থে কাজ করছে। তিনি বলেন, যদি এসব মানুষ শক্তি পায়, তাহলে আগামী ৫ বছরের মধ্যে তারা শহীদ পরিবারের ওপর হামলা চালাতে পারে। তিনি বলেন, খুনিদের পুনর্বাসন ঠেকাতে এবং তাদের বিচার নিশ্চিত করতে আমরা জীবন বাজি রাখতে প্রস্তুত।

এ সময় সারজিস আলম আরও বলেন, এই দেশের পুলিশ সদস্যদের কিছু অংশ আবারও একটি দলের হয়ে কাজ করছে। তিনি এসব পুলিশ সদস্যদের তাদের পোশাক খুলে সঠিক পথে চলার অনুরোধ করেন।

তিনি বলেন, পুলিশের গুলির সামনে ছাত্র-জনতা বুক পেতে দাঁড়িয়ে ছিল, এবং আগামীতে যে কোনো প্রয়োজনে আমরা একসঙ্গে তাদের প্রতিহত করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, রাসেল আহমেদ, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework