ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

জাতীয়

জুলাই আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনশক্তি’ আত্মপ্রকাশের পথে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২১, ০৫:২৪ অপরাহ্ন
#

২০১৮ সালের জুলাই-আগস্টে সরকারি চাকরিতে কোটা বিলোপের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে সরকার পতনের কঠোর কর্মসূচিতে পরিণত হয়। আন্দোলনকারীরা সফলভাবে তাদের দাবি আদায় করার পর, রাষ্ট্র মেরামতের প্রসঙ্গ সামনে আসে।

এখন, ওই আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আগামী দুই মাসের মধ্যে তাদের দল আত্মপ্রকাশ করতে পারে, এবং এর সম্ভাব্য নাম হতে পারে ‘জনশক্তি’। তবে, ছাত্রনেতারা জানান, নামটি পরিবর্তন হতে পারে, কারণ তারা সকলের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।


নতুন দলটি বিদ্যমান রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা হবে। ছাত্রনেতাদের মতে, তারা পুরনো রাজনীতি থেকে দূরে থাকতে চান এবং জনগণের আস্থা অর্জনই হবে তাদের প্রধান লক্ষ্য। এই দলের মন্ত্র হবে ‘কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে, কাজের মাধ্যমে প্রমাণ করা’।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, নতুন দলটি হবে একটি সুস্থ, কাঠামোবদ্ধ দল যা সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত থাকবে। তাদের প্রধান উদ্দেশ্য হবে পুরনো সমস্যা যেমন টেন্ডারবাজী, চাঁদাবাজী ইত্যাদি থেকে দূরে থাকা।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সারজিস আলম বলেন, নতুন দলটি জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবে এবং কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।


নতুন দলটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ প্রদান করবে। তারা আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী এবং ক্ষমতার লোভ না করে দেশের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ভবিষ্যতে যেসব রাজনৈতিক প্রক্রিয়া আসবে, সেগুলোর মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও যুক্ত হবে এবং তারা উচ্চপর্যায়ে আসীন হবেন।


নতুন দলের অর্থের উৎস হিসেবে তারা ক্রাউডফান্ডিং (মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ) পদ্ধতির দিকে মনোনিবেশ করবে। নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, তারা আন্তর্জাতিক এবং দেশীয় ফোরামগুলো নিয়ে গভীরভাবে গবেষণা করছেন।

এছাড়া, তারা জানিয়ে দিয়েছেন যে, রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা এবং জুলাই আন্দোলনে অংশ নেয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video