জাপান সফরে যাচ্ছেন ড. ইউনূস, ৭টি সমঝোতা স্মারক সই হবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ মে ২৬, ০৩:১১ অপরাহ্ন

চার দিনের সফরে জাপানের উদ্দেশে যাত্রা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন। এ সফরে তিনি টোকিওতে ২৯ ও ৩০ মে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ফোরাম’-এর সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি জানান, ২৮ থেকে ৩১ মে পর্যন্ত চলবে এই সফর।

এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারকে (MoU) সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলারের স্বল্প সুদের ঋণ সহায়তার প্রস্তাবও দেবেন প্রধান উপদেষ্টা, যা দেশের অর্থনৈতিক খাতের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।

সফরকালে ড. ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

প্রধান উপদেষ্টার এই সফরে দুই দেশের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলোতে আলোচনা হবে। যদিও সামরিক সহযোগিতা এই সফরের আলোচ্য বিষয় নয়। বিশেষভাবে গুরুত্ব পাবে ঢাকা-টোকিও সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়টি, যা পূর্বে এয়ারক্রাফট সংকটে বন্ধ হয়েছিল।

ড. ইউনূস দায়িত্ব গ্রহণের পর এটাই তার ষষ্ঠ আন্তর্জাতিক সফর। এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশন, আজারবাইজানে কপ-২৯ সম্মেলন, মিশরে ডি-৮ সম্মেলন, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, চীন, থাইল্যান্ড এবং সর্বশেষ কাতার ও ভ্যাটিকান সিটিতে সফর করেছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework