জাতীয় নির্বাচনে প্রস্তুত বিজিবি: মহাপরিচালক

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জুলাই ১০, ০১:০৯ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কথা জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বক্তব্যকালে নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দেন।

বক্তব্যে তিনি বলেন, বিজিবি সদস্যদের সর্বদা সতর্ক থাকতে হবে এবং সীমান্ত রক্ষায় তারা যেন প্রয়োজনে প্রাণ দিতে প্রস্তুত থাকে। সীমান্তের প্রতিটি ইঞ্চি ভূমি সুরক্ষিত রাখতে বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানসহ অন্যান্য অপরাধ দমনে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, এবার বিজিবির নবীন ব্যাচে ৩৬ জন নারীসহ মোট ৬৯৪ জন সৈনিক বাহিনীতে যুক্ত হয়েছেন।

প্রসঙ্গত, বুধবার (৯ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ডিসেম্বরের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework