চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহত সাইফুল ইসলাম আলিফ (৩৫) লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে
চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, চিন্ময়কে কোর্ট বিল্ডিং এ হাজির করা হলে তার অনুসারীরা অস্ত্র সস্ত্র নিয়ে জড়ো হতে থাকে। কারণ ছাড়াই আইনজীবী সাইফুল ইসালমে নির্মমভাবে আঘাত করে হত্যা করে।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ফজলুল কবির জানান, একজন নিহত হয়েছে, তবে ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
মন্তব্য করুন