ক্ষতিপূরণ পাবেন দুবাইফেরত ১০৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ অক্টোবর ১২, ১২:২৬ অপরাহ্ন
ফ্লাইদুবাইয়ের দায়িত্বে অবহেলা প্রমাণ হওয়ায় ক্ষতিপূরণ পাবেন দুবাইফেরত ১০৪ বাংলাদেশি। শাহজালাল বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালত সূত্র জানিয়েছে, গত ৯ অক্টোবর ফ্লাইদুবাই এর দুটি ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা করা ৫১ জন এবং চট্টগ্রাম থেকে যাত্রা করা ৫৩ জন যাত্রীকে ১১ অক্টোবর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ওই যাত্রীরা দুবাই থেকে সড়কপথে আল আইন ও আবুধাবি যেতে ইচ্ছুক ছিলেন। ঢাকা ফেরত আসা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে প্রতীয়মান হয়, শতাধিক রেমিটেন্সযোদ্ধার এভাবে ফেরত আসার জন্য ফ্লাইদুবাইয়ের গাফিলতি দায়ী। সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন পলিসি তারা অনুসরণ করে থাকলে এ যাত্রীদের দুবাইগামী ফ্লাইটে বোর্ডিং করানোর কথা নয়। ভোগান্তির শিকার যাত্রীদের উপস্থিতিতে শাহজালাল বিমানবন্দরে শুনানির পর ফ্লাইদুবাই কর্তৃপক্ষ ফেরত আসা মোট ১০৪ জন যাত্রীর প্রত্যেককে আগামী ১৮ অক্টোবরের মধ্যে ক্ষতিপূরণ বাবদ টিকিটের ক্রয়মূল্য এবং অন্যান্য খরচবাবদ আরো ৩৫০০ টাকা করে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন। ভোগান্তির শিকার হওয়া শতাধিক রেমিটেন্সযোদ্ধাকে যথাযথ প্রতিকার দিকে এ্যাভসেক, এয়ারপোর্ট এপিবিএন এবং প্রবাসীকল্যাণ ডেস্ক শাহজালাল বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতকে সহায়তা করে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework