উত্তর কাট্টলীতে ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ক্রীড়া ডেস্ক,
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ২০, ০৭:৫৭ অপরাহ্ন

নগরের আকবরশাহস্থ উত্তর কাট্টলীতে তরুণ প্রজন্মের মাঝে মাদক বিরোধী অবস্থান সৃষ্টির লক্ষ্যে সামাজিক ও ক্রীড়া সংগঠন কাট্টলীর আলো ২য় বারের মতো ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে।

উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে কাট্টলীর ঐতিহ্যবাহী ক্রিকেট সংগঠন জাগ্রত সংঘ ও পাহাড়তলীর ভেলুয়ার দীঘির প্রখ্যাত ক্রিকেট ক্লাব নব উর্বশী ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নব উর্বশী ক্লাব। ব্যাটিংয়ের শুরুতে প্রথম ৩ ওভারে ৩ ইউকেট হারিয়ে বসে নব উর্বশী ক্লাব। পরবর্তীতে মিডেল অর্ডার ব্যাটসম্যান খেলার হাল ধরে ৬৭ রানের ফাইটিং টার্গেট দাঁড় করান প্রতিদ্বন্দ্বী জাগ্রত সংঘের বিরুদ্ধে। অন্যাদিকে ব্যাটে-বলে সুবিধা করতে পারেনি জাগ্রত সংঘ। ফলে ১৭ রানে জয় তুলে নেয় নব উর্বশী ক্লাব।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াঅনুরাগী আনিসুর রহমান সিরাজি। বিশেষ অতিথি ছিলেন সাবেক আইসিসি ম্যাচ অফিসিয়াল এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ম্যাচ অফিসিয়াল রবিউল হক চৌধুরী। উদ্ধোধক ছিলেন ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান জনি।

এসময় অতিথিরা বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আলোকিত আগামি উপহার দিতে এমন আয়োজন প্রতি মাসে, প্রতি বছরে হওয়া প্রয়োজন। খেলাধূলা তরুণ প্রজন্মের মিলন মেলা। যে মেলা ভাতৃত্বের বন্ধন তৈরি করে, উঠতি কিশোর-তরুণ-যুবকদের মাদক থেকে, অসামাজিকতা থেকে, অপরাধ প্রবণতা থেকে দূরে রাখে। উত্তর কাট্টলী ক্রিকেট ও ফুটবল খেলার অন্যতম তীর্থঘর। এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াররা উঠে এসেছেন।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাট্টলী সংসদের সভাপতি অসিত দেব হৃদয়, সাধারণ সম্পদক মো. সামির আকাশ ও ক্রীড়া সংগঠক মো. এরশাদ।

এর আগে ২০২১ সালেও সংগঠনটি একই টুর্নামেন্টের আয়োজন করেছিল। সংগঠনটি করোনা মহামারিকালেও মানবতার হাত বাড়িয়ে দেয়। অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ায় সে সময়। এছাড়া ২০২২ সালে ঘরোয়া ফুটবলের আয়োজন করে সংগঠনটি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework