ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৮ ফাল্গুন ১৪৩১
#

জাতীয়

ঈদে আসছে নতুন নোট, থাকছে না নতুন গভর্নরের স্বাক্ষর

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৯, ০১:০৯ অপরাহ্ন
#

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংক নতুন নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। আগামী ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে ৫, ২০ এবং ৫০ টাকার নতুন নোট বিনিময় করা হবে। তবে এই নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের স্বাক্ষর থাকছে না এবং পূর্বের মতোই নোটের ডিজাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন ডিজাইনের নোট পেতে অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি না থেকে সেখানে জুলাই বিপ্লবের স্মারক ছবি যুক্ত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদ এলে নতুন নোটের চাহিদা বেড়ে যায়, তাই বাংলাদেশ ব্যাংক প্রতি বছর বিশেষ উদ্যোগ নিয়ে নতুন নোট বাজারে ছাড়ে। এবারের ঈদে ৮০টি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে মোট ২১১ কোটি টাকার নতুন নোট বিনিময় করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, "প্রতিবছরের মতো এবারও ঈদকে সামনে রেখে নতুন নোট ছাড়া হচ্ছে। তবে বর্তমানে ৫, ২০ ও ৫০ টাকার নোটের ঘাটতি থাকায় সেগুলোই সরবরাহ করা হবে। নতুন ডিজাইনের নোট চালুর পরিকল্পনা থাকলেও, তাৎক্ষণিকভাবে তা সম্ভব হয়নি, কারণ প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগবে।"

তিনি আরও জানান, নতুন গভর্নরের স্বাক্ষরযুক্ত নোটগুলো মে মাসের মধ্যে বাজারে আসবে। তবে সেগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পরিবর্তে জুলাই বিপ্লবের স্মারক ছবি যুক্ত করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video