ঈদের ছুটি শেষে ঢাকামুখী জনস্রোত, এখনও চলছে গ্রামমুখী যাত্রাও

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ Jun ১১, ১১:৪৫ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহার ছুটির শেষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীমুখী কর্মজীবী মানুষ। তবে সরকারি ছুটির এখনও বাকি তিন দিন থাকায় অনেকেই এখনো ঢাকাছাড়া হচ্ছেন প্রিয়জন বা নিজের মতো করে সময় কাটাতে।

বুধবার (১১ জুন) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, ট্রেন আসা-যাওয়া চলছে নিরবচ্ছিন্নভাবে। ট্রেনগুলোতে যাত্রীদের চাপ দুই দিকেই ছিল সমান। কেউ ফিরছেন রাজধানীতে, কেউ আবার ছুটির এই বাড়তি সুযোগ কাজে লাগিয়ে পাড়ি জমাচ্ছেন গ্রামের দিকে।

অনেকেই ঈদের সময় ঢাকায় এসেছিলেন আত্মীয়-স্বজনদের সঙ্গে উদযাপন করতে। ঈদ শেষ হতেই ফিরছেন নিজ নিজ কর্মস্থলে। যাত্রীদের অনেকেই জানিয়েছেন, ঈদের আগের ভিড়ের তুলনায় ঈদের পর ভ্রমণ অনেকটাই স্বস্তিদায়ক হয়, তাই তাঁরা ঈদের পরে যাত্রার পরিকল্পনা করেছেন।

সার্বিকভাবে, ঈদের পরের এই সময়টাতে দেশের রেলপথে দেখা যাচ্ছে ছুটির আবহে ব্যতিক্রম এক যাত্রাপট।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework