অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ব্যবহার করে আবরার ফাহাদের স্বাধীনতা পদক প্রাপ্তি ও তার আত্মত্যাগ স্মরণ করেছেন।
তিনি পোস্টে লিখেছেন, “অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি ছিল আবরার ফাহাদ। ২০২৫ সালের মরণোত্তর স্বাধীনতা পদক তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!”
আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী। ২০১৯ সালের অক্টোবরে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে বর্বরোচিতভাবে পিটিয়ে হত্যা করে। আবরারের নির্মম মৃত্যু দেশের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।
মন্তব্য করুন