স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৫ মে ১৮, ০৪:০৪ অপরাহ্ন

ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি স্থগিতের বিষয়ে অফিসিয়ালি এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন বানিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১৮ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা হচ্ছে, তবে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি।

উপদেষ্টা আরও জানান, সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য হাতে পাওয়ার পর এ বিষয়ে স্পষ্ট ও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের বাণিজ্যে দুই দেশের ব্যবসায়ী ও ভোক্তারা জড়িত থাকায় নিষেধাজ্ঞার ফলে দুই দেশেরই ক্ষতি হবে, তবে ভারতীয় ব্যবসায়ীদের ক্ষতি আরও বেশি হবে কারণ তারা বাংলাদেশে বেশি পণ্য রফতানি করে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব হবে এবং দেশের বাণিজ্য সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ভারতের পক্ষ থেকে বাংলাদেশ থেকে স্থলবন্দর ব্যবহারের মাধ্যমে তৈরি পোশাক, ফলমূলসহ সাত ধরনের পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বর্তমানে ভারত শুধু কলকাতা ও মুম্বাইয়ের সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য আমদানি করতে দিচ্ছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework