চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮)কে আদালতে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আদালতে উপস্থিত আছেন। এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
মন্তব্য করুন