আগামী বছর রাজনৈতিক সরকার আসার সম্ভাবনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ০৭, ০২:৪৮ অপরাহ্ন

আগামী বছর রাজনৈতিক সরকার আসার সম্ভাবনা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ।

শনিবার সকালে গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর বার্ষিক উন্নয়ন কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা এখন একটি স্বল্পকালীন সরকার আছি, এবং আমার ব্যক্তিগত মতামত হল, আগামী বছর রাজনৈতিক সরকার আসবে। তবে আমি জানি না আসলে কী ঘটবে, তবে আগামী বছরেই আমরা সম্ভবত একটি রাজনৈতিক সরকার দেখতে পাবো।”

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, “বর্তমানে অর্থনৈতিক ও আয়বৈষম্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা খুবই প্রয়োজন, যা এখনও বাংলাদেশের কাছে অনেক দূরে। তবে উন্নত দেশগুলো থেকে পাওয়া সুযোগ-সুবিধা বজায় রাখার বিষয়ে আলোচনা চলছে এবং অনেক দেশ ইতিবাচক সাড়া দিয়েছে।”

এ সময়, বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে মুক্তি পেতে বেশি মনোযোগ দিতে হবে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে, এবং এই উদ্যোগে উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

বিশ্বব্যাংক মনে করে, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। ইন্দরমিত গিল আরও বলেন, “বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশল গ্রহণ করার পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে।”

সেমিনারে, বিশ্বব্যাংক আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework