অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির (এসএফও) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে যুক্ত হন প্রধান উপদেষ্টা।
বৈঠকে অধ্যাপক ইউনূস সার্ক ফেডারেশন অব অঙ্কোলজিস্টস (এসএফও) এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এবিএমএফ করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতা শেয়ার করেন।
এছাড়া, তিনি নিজের ছোট ভাই, লেখক, সাংবাদিক এবং টেলিভিশন ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরের ক্যানসার চিকিৎসা সংক্রান্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। ডা. করিমের সাহায্য নিয়ে তিনি ভাইয়ের চিকিৎসার সময়ের কঠিন অভিজ্ঞতা শেয়ার করেন।
অধ্যাপক ইউনূস বলেন, ক্যানসার চিকিৎসায় প্রযুক্তিগত সহায়তা এখনও যথেষ্ট নেই এবং সার্কের গুরুত্ব ও প্রভাবের প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি দক্ষিণ-এশিয়ার দেশগুলোকে সার্ককে সক্রিয় করার আহ্বান জানান এবং বলেন, দুই দেশের সমস্যা অন্য দেশগুলোর জন্য সমস্যা হওয়া উচিত না।
মন্তব্য করুন