৩ মামলার পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৭, ১২:০০ পূর্বাহ্ন

বাঁশখালীতে সাজাপ্রাপ্ত ৩ মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলো- উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব লালার বর বাড়ীর আব্দুল আউয়ালের পুত্র মো. আতাউল করিম প্রঃ জ্যাকর।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি মামলায় ১ বছরের সাজা ও ২টি মামলায় পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানা সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এএসআই মো. এনামুল হক সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তা অভিযানে পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সাজা ও পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework