১৪ ফেব্রুয়ারি শুক্রবার ধর্মসভা, ১৫ ফেব্রুয়ারি শনিবার মহোৎসব অনুষ্ঠিত হবে।
উক্ত মহোৎসব অনুষ্ঠানে আপনার উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করছেন ভক্তচরণধুলি প্রত্যাশী, প্রতিষ্ঠাতা, আশ্রমাধ্যক্ষ ও মায়ের আশীর্বাদপুষ্ট সন্তান শ্রী শ্যামল দাশ (জয় মা)।
উৎসব অঙ্গন: চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাবুনগর সর্বজনীন শ্রীশ্রী শীতলা মায়ের মন্দির ও সেবাশ্রম।
পথ পরিচিতি যেকোনো দিক থেকে নাজিরহাট ঝংকার মোড় অথবা নাজিরহাট বাজার হতে রিকশা/সিএনজি যোগে বাবুনগর বোর্ড স্কুল (রসিক মহাজনের বাড়ি) মন্দিরে পৌঁছানো যাবে।
শীতলা মায়ের মন্দিরে ভক্তরা অন্নপ্রাশনের জন্য দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন।
শ্রীশ্রী শীতলা মায়ের নাট মন্দিরের নির্মাণ কাজ চলছে। উক্ত মন্দিরের জন্য মুক্ত হস্তে দান করার আহ্বান জানিয়েছেন শ্রী শ্যামল দাশ।