হিট স্ট্রোকে লোহাগাড়ায় কৃষকের মৃত্যু

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশিত : বুধবার, ২০২৪ এপ্রিল ২৪, ০৪:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে হিট স্ট্রোকে এক  কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকায় ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। নিহত বৃদ্ধের নাম সামশুল আলম (৬০)। তিনি ওই এলাকার মৃত ঠাণ্ডা মিয়ার পুত্র। স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুধ রয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পুত্র জয়নাল সওদাগর জানান, প্রতিদিনের ন্যায় সকালে আমার বাবা আমাদের বাড়ির একটু পশ্চিমে কুলপাগলী এলাকায় মরিচ ক্ষেত দেখতে  যান এবং ঘন্টা-দুয়েকে কাজ করে বাড়িতে ফিরে আসেন।  নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসায়  আমার মা ক্ষেতে খোঁজখবর নিতে গেলে দেখতে পান ক্ষেতে তার মরদেহ পড়ে আছে। তবে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে ক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলা উদ্দিন জানান,বিষয়টি শুনার পর ওসি স্যারকে জানিয়েছি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework