হালদা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ১০, ০১:৩৫ অপরাহ্ন

হালদা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে শনিবার সমিতির কার্যালয়ের সামনে কেরানীহাট শিরিষতলায় সমিতির ১ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় ।

 হালদার পরিচালক অধ্যাপক প্রিয়তোষ বড়ুয়ার সভাপতিত্বে পরিচালক রুমা বড়ুয়া ও রায়না বড়ুয়া নিপার সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক  ।

সকাল থেকে সমিতির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত হতে শুরু করে । সকলে নিবন্ধন সম্পন্ন  করে হালদা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর লোগো সম্বলিত সুভেনীর হিসেবে প্রদেয় গেঞ্জি পড়ে নিজ নিজ আসনে বসেন হালদার সকল সমবায়ী  সদস্যগণ । এরপর মঞ্চে আসন গ্রহণ করেন  সমিতির পরিচালক ও কর্মকর্তারা এবং সকলে নিজ নিজ  পরিচিতি তুলে ধরেন ।

পরিচালক রুমা বড়ুয়ার পরিচালনায় উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর পর  উদ্বোধনী বক্তব্য রাখেন পরিচালক ও সাধারণ সম্পাদক প্রকাশ বড়ুয়া । স্বাগত বক্তব্য রাখেন পরিচালক ও কোষাধ্যক্ষ   সঞ্জয় বড়ুয়া । পরিচালক ও প্রধান নির্বাহীর বক্তব্য প্রদান করেন বিজয় বড়ুয়া বাপ্পা।

বার্ষিক লভ্যাংশ ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ঘোষণা করেন    পরিচালক (মাঠ প্রশাসন)  বরণ বড়ুয়া বাবু ।

পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সুশীল বড়ুয়া, রুমা বড়ুয়া, রুপম বড়ুয়া, হিল্লোল বড়ুয়া, তপন বড়ুয়া, উত্তম বড়ুয়া, গৌরব বড়ুয়া ও অভিজিত বড়ুয়া ।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ নেতা অঞ্চল কুমার তালুকদার, সাবেক ফুটবলার দিনেশ বড়ুয়া, সাবেক ফুটবলার নেপাল বড়ুয়া, শিক্ষক  খগেন্দ্র লাল বড়ুয়া, সাবেক ফুটবলার অসিম বড়ুয়া অপু, অবসর প্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা রুপতি রঞ্জন বড়ুয়া , সঙ্গীতজ্ঞ হিরাধন বড়ুয়া, প্রবীর বড়ুয়া, ডাক্তার প্রবেশ কুমার বড়ুয়া, নাট্যজন রুপায়ন বড়ুয়া কাজল , আবুরখীল  কেন্দ্রীয় বিহার পরিচালনা কমিটির যুগ্ম  সাধারণ সম্পাদক সম্পাদক শমন সদয় বড়ুয়া ডালু ও ধর্মীয় সম্পাদক অরুন কুমার বড়ুয়া,  রাউজান প্রেসক্লাব সদস্য সাংবাদিক রতন বড়ুয়া,  পিকলু বড়ুয়া, পশ্চিম আবুরখীল অজন্তা বিহারে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া সাজু প্রমুখ । সভার শুরুতে আবুর খীল জনকল্যাণ সংগীত বিদ্যানিকেতনের   শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভা শেষে সকল সদস্যরা প্রীতিভোজে অংশগ্রহণ করে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework