চট্টগ্রামের হাটহাজারীতে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অপরাধে মো. রেজাউল করিম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা আরোপ করা হয়।
অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত গাড়ির দুটি ব্যাটারি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মো. রেজাউল করিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে দুটি ব্যাটারি। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।