হাজারী লেনে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ জানুয়ারী ১৮, ০১:৩২ অপরাহ্ন

নগরের ওষুধ মার্কেট হাজারী লেনে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে ৩টি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখায় সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর হাজারী লেনের ছবিলা কমপ্লেক্সে ঢুকতেই সকল ফার্মেসি বন্ধ করে দেন মালিকরা।

পরে নগরের কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযানে যোগ দেয়। ছবিলা কমপ্লেক্সের তৃতীয় তলার একটি এবং চতুর্থ তলার একটি গোডাউনের তালা ভেঙ্গে দুই গোডাউন থেকে প্রায় ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ পাওয়া যায়।  

অভিযানে ঔষধ প্রশাসন অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন আকন্দ রাজু উপস্থিত ছিলেন।  

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, হাজারী লেনে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধগুলো বিনষ্ট করা হয় এবং ফিজিশিয়ান স্যাম্পলগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework