সুন্দরপুরে আজিমপুর আদর্শ ইসলামি পরিষদের প্রীতি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ০১, ১২:৫৩ অপরাহ্ন

ফটিকছড়ির সুন্দরপুরে সামাজিক সংগঠন আজিমপুর আদর্শ ইসলামি পরিষদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে পূর্ব আজিমপুর খোয়াল উকিল বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মসজিদে সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মোটিভেশান স্পিকার ও ব্যাংকার আবদুল আজিজ। এতে বিশেষ অতিথি ছিলেন, ভূমি উপ-সহকারী জিয়াউদ্দিন আহমদউল্লাহ, মাস্টার শফিউল আলম, মুন্সি নাজিম উদ্দিন, ব্যবসায়ী জামাল উদ্দিন, প্রবাসী খায়রুল আমিন, গিয়াস উদ্দিন, করিম উল্লাহ ফজল কাদের, মাহাবুল আলম।

শিক্ষক রাকিবুল্লাহ মহসিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক এনএম রহমত উল্লাহ, আহবায়ক নাজমুল হক নাজু, শিক্ষানুরাগী মুমিনুল হক মুবিন, সার্ভেয়ার জয়নাল বাপ্পু, ডা. জাহেদুল করিম, ছাত্র সমন্বয়ক কামরুল ওমর প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ইসলামি আদর্শ সমাজ গঠনে একতা ও সাম্যতার বিকল্প নেই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আধুনিক সমাজ বিনির্মাণে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে ২৪ সালের আন্দোলনে নিহত ছাত্র জনতার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework