৩০ ডিসেম্বর, ২০২৪ ইং সোমবার রাতে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ রুম্মান খান এবং তার ফোর্স একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেন। বাঁশবাড়ীয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মা-বাবার দোয়া ভলকানাইজিং সপের সামনে একটি প্রাইভেট কারে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে অভিযানে অংশ নিয়ে পুলিশ মোঃ জাহিদুল ইসলাম ওরফে মোস্তফা জাহেদ (২৭) নামে একজনকে গ্রেফতার করে। তবে এ সময় ঘটনাস্থলে থাকা আরও ৭-৮ জন অজ্ঞাতনামা অভিযুক্ত পালিয়ে যায়।
গ্রেফতার অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয় একাধিক সরঞ্জাম। এর মধ্যে ছিল একটি প্লাস্টিকের খেলনা পিস্তল (কালো ও কমলা রঙের), একটি প্লাস্টিক ফাইবারের ৮.০২ ইঞ্চি লম্বা ছুরি, আরও তিনটি একই ধরনের ছুরি, দুটি ২০ ইঞ্চি লম্বা লোহার রড, একটি লেজার লাইট, এবং একটি টয়োটা প্রোবক্স গাড়ি (রেজি. নং: চট্ট মেট্রো-খ-১১-১৬৪৪)।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ডাকাত দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং পালিয়ে যাওয়া আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।