সাতাকনিয়া পৌরসভার উদ্যোগে চট্টগ্রাম—১৫ আসনের নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও পৌর মেধাবৃত্তিসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

সাতকানিয়া, প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

আমি সাতকানিয়া পৌরসভা কে একটি আধুনিক ডিজিটাল পৌরসভা হিসেবে  উপহার দিতে চাই। শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করে আধুনিক শিক্ষার কারিকুলাম করে শিক্ষার মান উন্নয়ন এবং সাতকানিয়াকে কিশোর গ্যাং ও মাদক নির্মূল করে সুন্দর সুশৃংখল একটি সাতকানির উপহার দিতে  সক্ষম হব বলে আমি আশাবাদী।  সাতকানিয়া—লোহাগাড়ার জন্য আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে একটি এপ্যাস তৈরির কাজ চলমান রয়েছে, যার মাধ্যমে সকল প্রকার সহযোগিতা আপনারা আমার কাছ পাবেন। গতকাল ২৩শে মে বৃহস্পতিবার সকাল ১০টায় সময় সাতকানিয়া পৌরসভার উদ্যোগে চট্টগ্রাম—১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সংবর্ধনা ও পৌর মেধাবৃত্তি সহ বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম—১৫ আসনের সংসদ সদস্য আবদুর মোতালেব সিআইপি এসব কথা বলেন।

সাতকানিয়া পৌরসভা  প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের—এর সভাপতিত্বে ও পৌরসভার কর্মকর্তা মো: এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পৌর প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম ও পৌরসভার বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক এবং পৌর প্যানেল মেয়র এ কে এম মোরশেদ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সাতকানিয়া শিবলী নোমান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রিটন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর লালু, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, পানি উন্নায়ন বোর্ডের উপসহকারী অপু বিশ্বাস, যুবলীগ নেতা মোঃ কামাল উদ্দিন, আবুআবু বকর সিদ্দিক সোহেল, আরাফাত উল্লাহ, মোঃ আব্দুল হালিম, আরিফুল ইসলাম, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার, শাহনাজ পারভীন, আকরামুল হক প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক ও প্রমূখ।

অনুষ্ঠানে প্রায় ৫৮ জন শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। যার মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন চতুর্থ শ্রেণি ৪ জন,সাধারণ গ্রেডে ২৪ জন।  পঞ্চম শ্রেণীতে ৪, সাধারণ গ্রেডে ৭ জন, অষ্টম শ্রেণীতে ৬ জন, নবম শ্রেণীতে ৩ জন। মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে ৪জন, পঞ্চম শ্রেণীতে ২জন, অষ্টম শ্রেণীতে ২ জন, নবম শ্রেণীতে ২জন। 

পুরস্কার বিতলণ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাতকানিয়া পৌরসভা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র  উদ্বোধন করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework