সাতকানিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত আওয়ামীলীগ কর্মী চমেক হাসপাতালে মারা গেলেন

সাতকানিয়া প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ নভেম্বর ২৬, ০২:৫৬ অপরাহ্ন


দুবৃত্তের ছুরিকাঘাত মারা গেলেন সাতকানিয়ার সেই আওয়ামী লীগের কর্মী সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রামের সাতকানিয়ায় ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হওয়ার ৭ দিন পর মারা গেছেন দেলোয়ার হোসেন নামে এক যুবক। সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। 

দেলোয়ারের ছেলে সাইমন বলেন, বাবা আহত হওয়ার পর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আইসিইউর সংকট থাকায় নগরীর বেসরকারি হাসপাতাল ট্রিটমেন্টের আইসিইউতে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার (২১নভেম্বর) সন্ধ্যায় পুনরায় বাবাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। আজ বিকাল ৪টার দিকে বাবা মারা যান।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন দেলোয়ার হোসেন। এরপর অপরিচিত মোবাইলে নম্বর থেকে ফোন কলে হত্যার হুমকি পান। সেই জেরে গত ১৮ নভেম্বর রাতে বাড়ির সামনে ১০-১২ জনের মুখোশ-পরিহিত দুর্বৃত্ত হঠাৎ তাকে ছুরিকাঘাত করে। এ সময় আহত অবস্থায় তাকে দক্ষিণ চরতির পার্শ্ববর্তী আমিলাইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝের মসজিদ এলাকায় নিয়ে যায় তারা। পরে মৃত ভেবে সড়কে ফেলে দিয়ে কাঞ্চনা ইউনিয়নের দিকে অটোরিকশায় পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত মঙ্গলবার ভোরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর ট্রিটমেন্ট নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, দুর্বৃত্তদের হামলায় আহত দেলোয়ার হোসেন হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework