সাতকানিয়ায় জমির শ্রেণি পরিবর্তন করায় এইচবিএম ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ০২, ০৫:৫০ অপরাহ্ন

চট্টগ্রামের সাতকানিয়ায় মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করার দায়ে এইচবিএম নামক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়ার কলেজ রোড সংলগ্ন এইচবিএম ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাটার উত্তর-পশ্চিম দিকে নাল শ্রেণির মাটি কাটার অবস্থায় পাওয়া যায়। জমির মাটি কাটার মাধ্যমে জমির শ্রেণির পরিবর্তন দণ্ডনীয় অপরাধ হওয়ায় ওই ইটভাটার ম্যানেজার ক্ষেত্র মোহন দে কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework