সাতকানিয়ায় গৃহকর্মীর হাতে খুন সাবেক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ০৩, ১০:৫৮ পূর্বাহ্ন
সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল হক হত্যাকাণ্ডের ঘটনায় গৃহকর্মী মো.জমির উদ্দীনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিতু এ তথ্য নিশ্চিত করেন। সোমবার (১ মার্চ) সকালে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীকে আটক করেছিল পুলিশ। তার স্বীকারোক্তিতে বাড়ির পেছনের পুকুরে দীর্ঘ ৪ ঘণ্টা সেচ দিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিতু বলেন, কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক হত্যার ঘটনায় গৃহকর্মী মো.জমির উদ্দীনকে গ্রেফতার করার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সোমবার (১ মার্চ) সকালে কেওচিয়া চেয়ারম্যান পাড়ায় নিজ বাড়ি থেকে সাবেক চেয়ারম্যান আব্দুল হকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মরদেহ উদ্ধারের সময় শরীরে রক্ত, মাথা, চোখ ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছিল সাতকানিয়া থানার পুলিশ।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework