সন্দ্বীপে ছিনতাইয়ের ঘটনায় দুইজন আটক মামলা দায়ের

মাহমুদ মান্না, চট্টগ্রাম সন্দ্বীপ।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ০৫, ০৫:০৬ অপরাহ্ন

সন্দ্বীপে পুলিশের হাতে দুই ছিনতাই কারীকে আটক করা হয়েছে। আটককৃত দুইজন হলেন আল আমিন প্রকাশ হালিম (২৪), ও মোঃ জুয়েল (৩৬) তাদের একজন পৌরসভা ৬ নং ওয়ার্ড অন্য জন সারিকাইত ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। বুধবার সকালে উপজেলার মগধরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নোয়াহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার বিবরণীতে জানা যায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে হাফেজ আলাউদ্দিনের মুদি দোকানের কর্মচারী মগধরা ৬ নং ওয়ার্ডের খন্ডল্লার গৌ বাড়ির ওমর ফারুক ফাহাদ (১৯)প্রতিদিনের ন্যায় ২ ডিসেম্বর সোমবার রাত ৯.৩০ বাড়ি যাচ্ছিল।

যাওয়ার পথে মুছাপুর ৭ নং ওয়ার্ডে বাগাইর গৌ দোকানের উত্তর পার্শ্বে পুকুর সংলগ্ন পূর্বে দুইজন ছিনতাই কারী তাকে গতিরোধ করে আটকায়, তখন ফাহাদের কাছে থাকা রেল মি সি থ্রি জিরো মোবাইল ও তিন হাজার টাকা জোর পূর্বক কেড়ে নেয়। ফাহাদ তাদের কাছে মোবাইল ও টাকা ফেরত চাইলে ছিনতাইকারীরা তাকে মারধর করে দক্ষিণ দিকে চলে যায়। ফাহাদ বিষয়টি সন্দ্বীপ থানায় জানালে এস আই শহীদ বিশ্বাস ছিনতাইকারীদের খুঁজতে থাকে, গতকাল মঙ্গলবার ফাহকদের উপস্থিতিতে রাত সাড়ে ১০ টায় তাদের মগধরা নোয়াহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। লোকজনের উপস্থিতি আটক জুয়েল (৩৬) পেন্টের পকেট থেকে মোবাইল ও ১ হাজার টাকা পাওয়া যায়। পরে তাদের থানায় নিয়ে আস হয়। এ বিষয়ে আটক দুইজন সহ ৩ জনকে আসামি করে ওমর ফারুক ফাহাদ( ১৯) সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করছেন মামলা নং ৩।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন অভিযোগ কারীর অভিযোগের ভিত্তি ও গোপন সংবাদ পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে ছিনতাই কারীদের গ্রেফতার করতে সক্ষম হই। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework