শহীদ আলিফের পরিবারের পাশে নোবিপ্রবি উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ০২, ০৬:০৮ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

বিকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন তিনি। পরে নিহত শহীদ আলিফের অবুঝ শিশু কন্যা তাজকিয়ার হাতে নগদ অর্থ প্রদান করেন।

এসময় ড. মুহাম্মদ ইসমাইল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড জঘন্য ও নিন্দনীয় বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, ৫ আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল সকল ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের মানুষ ভোগ করবে। কোন অবস্থাতেই মারামারি, হানাহানি, দাঙ্গা -হাঙ্গামা কাম্য নয়। হত্যাকারীদের বিচার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের নিকট আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework