লোহাগাড়ায় বিভিন্ন অবৈধ বালু মহালে এসিল্যান্ডের অভিযান

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ অক্টোবর ২০, ০৪:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান। 

অভিযানকালে পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সরই খালের ব্রীজের পাশে, আফিয়া বড় চর,ও দক্ষিণ পহরচান্দা থেকে পৃথকভাবে ১৫ হাজার ঘনফুট এবং চুনতি ইউনিয়নের মোসকাইন্যা খাল থেকে ১১হাজার ঘনফুটসহ মোট ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে মোট ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে এবং ২টি মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে থানার এস আই রুহুল আমিন, চুনতি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ ইদ্রিস সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework