লোহাগাড়ায় প্রতিবন্ধীর মৎস্য খামারে হামলা, ২৫ লাখ টাকার মাছ লুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ০৫:৫৩ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বায় আবুল কাশেম নামে এক প্রতিবন্ধীর মৎস্য খামার থেকে মাছ লুটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরম্বা জান মোহাম্মদ পাড়ায় মৎস্য খামারের পাশে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আবুল কাশেম (৬০), মৃত আহমদ কবিরের ছেলে, সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাই আবু তাহের।

লিখিত বক্তব্যে জানানো হয়, কাশেমের ভোগদখলীয় মৎস্য খামার থেকে তার সৎভাই জাফর আলম এবং বোনের জামাই শামসুল আলমের নেতৃত্বে ২৩ ডিসেম্বর দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত ২০-৩০ জনের একটি কিশোর গ্যাং হামলা চালিয়ে আনুমানিক ২৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়।

এছাড়া, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে ওই মৎস্য খামারটি জোরপূর্বক দখলের জন্য নানা রকম ষড়যন্ত্র করে আসছে। মাছ লুটের বিষয়ে জানতে চাওয়ায় অভিযুক্তরা অব্যাহত হুমকি দিচ্ছে, যার ফলে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবুল কাশেমসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • লোহাগাড়ায় প্রতিবন্ধীর মৎস্য খামারে হামলা, ২৫ লাখ টাকার মাছ লুট
  •  

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework