লোহাগাড়ায় পুলিশ কনস্টেবলসহ চারজনের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১২, ০৫:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় এক পুলিশ কনস্টেবল ও তার বাবাসহ ৪ জনের বিরুদ্ধে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা। ভুক্তভোগী ও অভিযুক্তরা উভয় উপজেলার আধুনগর ৪ নাম্বার ওয়ার্ডের রশিদার ঘোনা আদর্শ পাড়া এলাকার বাসিন্দা। 

 দুপুরে উপজেলার বটতলী স্টেশনসহ একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী জহির আহমদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন একই এলাকার জৈনক নুরুল আমিন ও তার ছেলে পুলিশ কনস্টেবল মাঈনুদ্দীন হাছান রিফাত, মো: আরফাত ও ফরহাদ মিলে বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে জোরপূর্বক বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে এবং পুলিশের ভয় দেখিয়ে এলাকার সহজসরল মানুষদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন- আমাদের বাপ দাদার নামে রেকর্ডিং মৌরসী সম্পত্তিতে একদল কিশোর গ্যাং সন্ত্রাসী গোষ্ঠী পুলিশ কনস্টেবল মাঈনুদ্দীন হাসান রিফাত, আরাফাত ও ফরহাদের নেতৃত্বে জোরপূর্বক জবরদখল করার চেষ্টা করে, তিনি বলেন বিগত ৯/১২/২০২৪ তারিখ সকালে আমাদের পৈত্রিক এবং রেকর্ডিং সম্পত্তিতে আমাদেরকে বেদখল করে বাড়ি নির্মাণ চেষ্টা করে, আমরা প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্রসহ আমাদেরকে মারধরের চেষ্টা করে এবং এখনো বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। লোহাগাড়া থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোন প্রতিকার পাওয়া যায়নি। বরং উলটো তাদের নির্যাতন আরও বেড়েই চলছে।

তিনি আরও বলেন তাদের নির্যাতন আর অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী, তিনিসহ এলাকাবাসী এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জোর দাবি জানান। 

এসময় এলাকার কয়েকজন ভুক্তভোগীসহ লোহাগাড়া উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework