রোমাঞ্চকর ফাইনালে ট্রাইবেকারে জয়ী লাকী সেভেন স্টার ক্লাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ০৩, ০৩:২০ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা থানাধীন উত্তর বরুমচড়া নোয়া মিদ্দার বাড়ি ইয়াং স্টার সোসাইটির উদ্যোগে রাত্রিকালীন মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) রাতে বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দিন চৌধুরী।

বরুমচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইদ্রিস, মুফিজুল ইসলাম, মোহাম্মদ আনিস, বরুমচড়া ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ লোকমান উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আবসার সওদাগর, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ শওকত ওসমান, মোঃ কায়সার, আব্দুর রহিম,মুসলিম, প্রবাসী মোস্তাফিজ,তৈয়ব, মাস্টার আনিসুল, ইব্রাহিম, জাহাঙ্গীর, আজিজ, শাহাবুদ্দিন, মোঃ সাইমন, ইমরান, সাগর,ইমন, ফরিদ, শাহেদ, মোঃ ইমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফাইনালে দুই শক্তিশালী ম্যাচ আনোয়ারা হাইলধর মা-বাবার দোয়া স্পোর্টিং ক্লাব বনাম শিলাইগড়া লাকী সেভেন স্টার ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফাইনাল খেলায় এই দুই শক্তিশালী দল সমানতালে পরস্পর শক্ত প্রতিদ্বন্দ্বিতা করাতে নিদিষ্ট সময়ের মধ্যে খেলায় কোন দল গোল করতে সক্ষম হয়নি। এতে রেফারির বাশির মধ্যদিয়ে  খেলার নির্দিষ্ট সময় শেষ হয়। পরিশেষে ট্রাইবেকারে হাইলধর মা-বাবার দোয়া স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে শিলাইগড়া লাকী সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ান হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করেন শিলাইগড়া লাকী সেভেন স্টার ক্লাবের খেলোয়াড় মোঃ আনিসকে। সেরা গোল দাতার পুরস্কার গ্রহণ করেন মোঃ খোরশেদ, সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন মোঃ শাউন, সেরা গোলকিপার পুরস্কার গ্রহণ করেন মোঃ রিয়াদ এবং রানার্সআপ গ্রহণ করেন হাইলধর মা-বাবার দোয়া স্পোর্টিং ক্লাব।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework