রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে ছিপাতলীতে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২৯, ১২:৩২ অপরাহ্ন

সফল হতে হলে বারবার চেষ্টা করতে হবে। ব্যর্থতা সফলতার পথপ্রদর্শক। যেকোনো কাজে সফল হতে হলে ব্যর্থতার মুখোমুখি হতে হয়। হাজার ব্যর্থতার পরই সফলতা আসে। ব্যর্থতা মানেই সফলতার সূচনা। কঠোর পরিশ্রমই মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। এজন্য থাকতে হবে আত্মবিশ্বাস, মা-বাবার দোয়া এবং সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা। এ তিনটি গুণাবলি থাকলেই একজন মানুষ সফল হতে পারে।

শুক্রবার রাতে রাউজান উপজেলার ছিপাতলী আলী মোহাম্মদ বাড়ির আয়োজনে আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত সিআইপি সোহেল আবদুল্লাহ এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যান নুরুল আহসান লাভুর সভাপতিত্বে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, "একজন রেমিট্যান্স যোদ্ধা প্রবাসে কঠোর পরিশ্রমের পর বৈধ পন্থায় বৈদেশিক মুদ্রা পাঠিয়ে যে সম্মান পাচ্ছেন, তা যেন অব্যাহত থাকে। দেশের গার্মেন্টস শিল্প এবং রেমিট্যান্স যোদ্ধাদের পাঠানো মুদ্রা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিট্যান্স যোদ্ধারা চাইলে অন্য উপায়ে বৈদেশিক মুদ্রা পাঠাতে পারতেন, কিন্তু দেশের প্রতি গভীর ভালোবাসার কারণে তারা বৈধ পন্থায় ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠান।"

মো. ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মা ও শিশু হাসপাতালের সদ্য নির্বাচিত সভাপতি সৈয়দ মোরশেদ হোসেনকেও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন, উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া হায়দার, সদস্য মো. মহিউদ্দিন, ব্যাংকার আবদুল্লাহ আল মামুন, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. ইকবাল হোসেন, সমাজসেবক মো. শোয়েব, মো. জয়নাল আবেদীন প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. আদনান। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠন সংবর্ধিত অতিথিদের ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানায়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework