রাস্তা দখল করে ঘর নির্মাণ ও প্রতিপক্ষের ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১৮, ০৬:০২ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২ শতাধিক মানুষের চলাচলের সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ ও প্রতিবাদ করলে প্রতিবেশীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে।

এই বিষয়ে গত ১২ মে বটতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ব চাঁপাতলী এলাকাবাসী আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগও দেয়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, বটতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব চাপাতলী নাথ পাড়া এলাকার ২০০ মানুষের চলাচলের সরকারি রাস্তা দখল করে ঘরের সীমানা প্রাচীর ও ঘর নির্মাণ করে আসছে স্থানীয় সুনীল বরণ নাথ, পরিমল নাথ, রবি নাথ, হরিরঞ্জন নাথ, লিটন নাথ।

জায়গা দখলের অভিযোগ এর ভিত্তিতে গত ২০২০ সালের অক্টোবরের ১৫ তারিখ সরকারী জায়গা পরিমাপ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌখিকভাবে তিনমাসের মধ্যে উক্ত ব্যক্তিদের নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন‌।

সাম্প্রতি নিষেধাজ্ঞা অমান্য করে চলতি বছরের মে মাসের ১০ তারিখ স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে ঘরের কাজ পূর্ণ নির্মাণ কাজ শুরু করে। যা চলমান রয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী রণধীর নাথ জানান, ২০২০ সালে আমাদের যাতায়াত এর রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর ও ঘর নির্মাণ করছে স্থানীয় কয়েকজন ব্যক্তি । সে সময় আমরা উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ জানিয়েছি । সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সার্ভেয়ার দিয়ে পরিমাপ এর পর কাজ‌ বন্ধ করে স্থাপনা সরিয়ে ফেলতে মৌখিকভাবে আদেশ দেন।

সে আদেশ অমান্য করে তারা কাজ করে স্থাপনা নির্মাণ করে ফেলেন। এর প্রতিবাদে জানালে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় এর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পূণরায় পরিমল নামে এক ব্যক্তি সড়কের উপর সীমানা প্রাচীর নির্মাণ করছে । এমন চলতে থাকলে আমরা হাটবো কোন দিক দিয়ে।

আরেক ভুক্তভোগী তাপসী দেবি জানান, পুরাতন আমলের যাতায়াত এর রাস্তা দখল করে কিছু মানুষ ঘর নির্মাণ করছে । এমন চলতে থাকলে আমরা অবরোধ হয়ে যাবো।

৭০ উর্ধ্ব দ্বীপ্তি রাণী দেবি বলেন, আমার জায়গা প্রভাবশালীরা ঘর করেছে আর আমার যাতায়াত করতে পারছি না। আর আমি বাস করছি পুকুর পাড়ে । প্রতিবাদ করলে ঘর জ্বালিয়ে ছেলেকে ও স্বপরিবারে হত্যার হুমকি দিচ্ছে।

আনোয়ারা ভূমি অফিসের এনতেজার উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ পেয়ে তদন্ত গিয়েছিলাম । পরিমাপ এর আগে পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পুনরায় নির্মাণ কাজ করতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তারা কোন আদেশ না মেনে একপ্রকার গায়ের জোড়ে কাজ চালিয়ে যাচ্ছে।

এই বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, খুব দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework