রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাথে ওসি সাব্বির মোহাম্মদ সেলিমের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ১৯, ০৫:০৩ অপরাহ্ন

মূলধারার গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়া থানার কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ওসি সাব্বির মোহাম্মদ সেলিম। সভায় ওসি বলেন, "অহেতুক ও সাজানো মামলায় কাউকে গ্রেপ্তার করা হবে না। আমরা প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কাউকে গ্রেপ্তার করা হয়, এবং যত বড় প্রভাবশালী হোক, তদবির গ্রহণ করা হয় না।"

সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, আকাশ আহমেদ, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মনি, শান্তি রঞ্জন চাকমা, সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক জগলুল হুদা, যুগ্ম সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত এবং সদস্য ইসমাইল হোসেন নয়ন, আশেক এলাহী, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাসান তালুকদার, মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, ফাহিম শাহরিয়ার, দেলোয়ার হোসেন ও মো. শহিদুল ইসলাম।

মতবিনিময় সভাটি গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও সম্পর্ক জোরদারের একটি উদাহরণ হিসেবে প্রশংসিত হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework