রাঙ্গুনিয়ায় সড়ক পরিবহন মালিক সমিতির দুই নেতাকে গণসংবর্ধনা___

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৭, ১১:৪০ পূর্বাহ্ন

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম বিভাগীয় আইন শৃঙ্খলা সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মুহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাতিচ হওয়ায় গণসংবর্ধনা দিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার(২৬ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৬টায় রানীরহাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে ও সমিতির সভাপতি ডা. অলক চন্দ্র দাশের সভাপতিত্বে সংবর্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। 

রাজানগর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ইউছুপ মাতব্বরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী লিটন, উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী,  সদস্য সাইফুল ইসলাম চৌধুরী,  রাজানগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এম আবু জাফর তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আজাদ, ইসলামপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটি সহ-দাওয়াতে খায়র সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, রাজানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী, ইসলামপুরের সভাপতি মাস্টার আবুল কালাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম.সোহেল রানা, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আরিফুল হক চৌধুরী সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী সওয়ার উদ্দিন চৌধুরী, বিভূতিভূষণ সেন, রানীরহাট চাউল কল মালিক সমিতির সভাপতি নাছের উদ্দিন, ব্যবসায়ী আবুল কাশেম, ছোটন চৌধুরী, নুরু উদ্দিন তালুকদার, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বি আলম সোহান তালুকদারসহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরীকে রানীরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি, রাঙ্গুনিয়া ব্রিকস ফিল্ড মালিক সমিতি, রানীরহাট বিসনেস সোসাইটি, মুদির দোকান ব্যবসায়ী সমিতি, রানীরহাট ফার্নিচার ব্যবসায়ী সমবায় সমিতি, রানীরহাট চাউল কল মালিক সমিতির, রাঙ্গুনিয়া সিএনজি(ফোরস্ট্রোক) চালক সমবায় সমিতি, ওষুধ ফার্মেসি ব্যবসায়ী সমিতি, পান ব্যবসায়ী সমিতি, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি, মাছ ব্যবসায়ী সমিতি, রানীরহাট ফারিয়া, সার ও কীটনাশক ব্যবসায়ী সমিতি, ফ্রুট ব্যবসায়ী সমিতি, রানীরহাট গরুর বাজার ব্যবসায়ী সমিতি সম্মাননা ক্রাস্ট ও সকল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework