চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নোয়াগাঁও ইয়াং ষ্টার ক্লাবের আয়োজনে সিবিএ শ্রমিক নেতা মরহুম সৈয়দুল বশর স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে দক্ষিণ নোয়াগাঁও ফকিরখীল স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আবুধাবি'র সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার। এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মদ সেকান্দর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ সালাউদ্দীন, মুহাম্মদ আবদুর সত্তর, মো. উকিল আহমদ, মো. খোরশেদ আলম, মো. নাছের, মো. আহমুদুল হক, মো. লোকমান প্রমুখ।
অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দিতা করেন ফকিরখীল টেন ষ্টার ফুটবল একাদশ বনাম ইয়াং ষ্টার ফুটবল একাদশ। এতে ৩ গোলের ব্যবধানে বিজয় লাভ করে ইয়াং ষ্টার ফুটবল একাদশ।