চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ও লালানগর ইউনিয়নের মধ্যবর্তী পূর্ব খিলমোগল সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার মাঠে এই আয়োজন সম্পন্ন হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ ইসকান্দর হোসেন আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম সওদাগর।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নজরিয়া নঈমিয়া আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা খায়রুল আমিন চিশতী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিন শরীফ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান সওদাগর, প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল সওদাগর, প্রবাসী সদস্য নুরুন্নবী, সোহেল, ইছা, জসিম চৌধুরী, নুরুন্নবী সাহেব, সেলিমসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। একই সঙ্গে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।