চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাণীরহাট বাজারের কেবিএস কনভেনশন ক্লাবের পাশে এই ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহতের নাম মো. রুবেল (২৬)। তিনি একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রুবেল সিসি ক্যামেরার ওয়াইফাই সংযোগের কাজ করছিলেন। এসময় দুর্ঘটনাবশত বিদ্যুৎ তারে জড়িয়ে যায় তিনি। ঘটনাস্থলে স্থানীয়রা থাকলেও, বিদ্যুৎ সংযোগ থাকায় কেউ এগিয়ে আসতে পারেনি এবং মুহূর্তের মধ্যে সেখানেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
রাঙ্গুনিয়া থানার (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে একটি টিম গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।