চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ঘাগড়াকুলে দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠা তৈয়্যবিয়া কে.এ. সুন্নিয়া মহিলা মাদ্রাসার বই বিতরণ ও মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী শফিউল আহমেদের সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আ.ত.ম. ড. লিয়াকত আলী। উদ্বোধকের বক্তব্য প্রদান করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউছুপ কামাল। শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, প্রভাষক মাওলানা আদনান হোসাইন, মাওলানা ইদ্রিস, মাওলানা আব্দুস সত্তার, জাহাঙ্গীর আলম সওদাগর, নুরুল মুবিন মামুন, মুহাম্মদ আবুল কাসেম সওদাগর, এরশাদুল রহমান মেম্বার, মুহাম্মদ সেলিম সওদাগর, এমরানুল হক, মাদ্রাসার দাতা সদস্য আহমদ কবির সওদাগর, প্রবাসী জাহাঙ্গীর, কামাল, আজিজুল রহমান আজিজ, রেজাউল করিম, মুহাম্মদ ইউনুচ, মাসুদ শাকু, মুহাম্মদ রানা, প্রবাসী রিয়াদ, পারভেজ, ওবাইদুল্লাহ, ইমরান হোসেন বাবু, সাব্বির।
এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার ইব্রাহিম রেজা মামুন, শিক্ষক মহিউদ্দিন, নাজমা আক্তার, শাহেদা আলম, হাফেজ আব্দুল্লাহ এবং রিয়াজ রেজা।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। পরে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অতিথিরা।