রাঙ্গুনিয়ায় জ্বালানি কাঠভর্তি জিপ উল্টে ১ জন নিহত, ৪ জন গুরুতর আহত হয়েছে। মৃত ব্যক্তিসহ ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর ৩ জনকে মুমূর্ষু অবস্থায় চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত পৌনে ১২টায় এই সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়।
ঘটনাস্থল থেকে সরেজমিনে জানা যায়, চন্দ্রঘোনা লিচুবাগান থেকে কাপ্তাই সড়ক পথে ৪টি জ্বালানি কাঠভর্তি চাঁদের গাড়ি (জিপ) একযোগে প্রতিযোগিতামূলকভাবে চালকরা চালিয়ে যাচ্ছিল। কাটাখালী ক্রস করে মরিয়মনগরস্থ বুদ্ধ মহাধাতু চৈত্য বিহারের পাশে পৌঁছলে একটির সঙ্গে আরেকটি ক্রস করতে গিয়ে চট্টগ্রাম থেকে আসা চন্দ্রঘোনামুখী সিএনজি (চট্টগ্রাম থ ২২৪৪) কে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি রাস্তার পাশে ছিটকে পড়ে গেলে বিপরীতমুখী জিপ গাড়ি (চট্টগ্রাম থ ১৭৫৯) সেটিকে চাপা দিয়ে দুমড়ে-মুচড়ে ফেলে, ফলে সিএনজিটি সম্পূর্ণভাবে রাস্তার সঙ্গে মিশে যায়।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা ১ জন যাত্রীকে নিহত এবং অপর ৪ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। নিহত ১ জনসহ ২ জনকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকী ৩ জনকে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির বাড়ি চন্দ্রঘোনা কালুগোট্টায়। গুরুতর আহতদের মধ্যে একজনের বাড়ি সাতকানিয়া উপজেলার চরম্বা ইউনিয়নের লোহাগড়া গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে অপর ৩ জন চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি থাকায় তাদের নাম জানা যায়নি।
ঘটনাস্থলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ উপস্থিত হয়ে জিপটি অক্ষত অবস্থায় এবং দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি পুলিশের হেফাজতে নিয়ে গেছে। তবে জিপের চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।