রাউজান উত্তর গুজরা ঠাকুরবাড়ি সার্বজনীন শ্রীশ্রী মা দুর্গা মন্দিরের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি রোজ শনি, রবি ও সোমবার ৩ দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
মাঙ্গলিক অনুষ্ঠানগুলোর মধ্যে ছিলো পূজার্চ্চনা, শ্রীমদ্ভগবদগীতাবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা, ধর্মসভা, ভোগরাগ, প্রসাদ আস্বাদন, অধিবাস কীর্তন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ।
দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সনজিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভা ও গীতাবৃত্তি প্রতিযোগিতায় প্রধান বিচারক ও আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস (শঙ্করেশ)। সহ বিচারক ছিলেন শিক্ষানুরাগী আকাশ দেবনাথ, গীতাপ্রেমী রাকেশ সরকার, শিক্ষক বিজয় বিশ্বাস। শিক্ষক রণজিত সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সহ সভাপতি বিশ্বনাথ দে, ডাঃ অসীম দত্ত, বিষ্ণু দত্ত, সাধারণ সম্পাদক রঘু দে, অর্থ সম্পাদক ডাঃ রাজু দাশ, মহোৎসব কমিটির সভাপতি মিন্টু দত্ত, সিনিয়র সহ সভাপতি যদুল দত্ত, সাধারণ সম্পাদক রঞ্জন সরকার, অর্থ সম্পাদক শান্ত দে (নিলয়)।
শিক্ষক সজল দত্ত, সংগঠক প্রিন্স চৌধুরী শুভ, অভি বর্মন প্রমুখ।
পুরস্কার বিতরণ শেষে শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন রুপন চক্রবর্ত্তী। শ্রীল অদ্বৈতদাস বাবাজীর পুরোহিত্বে মহানামযজ্ঞ সংকীর্তন পরিবেশন করেন পুষ্পমালা সম্প্রদায়, জয় মহাপ্রভু সম্প্রদায়, ভবতারিণী সম্প্রদায় ও দয়াল ঠাকুর সম্প্রদায়।
উক্ত মহতী মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীসহ দূরদূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে।